কাপ্তাই হ্রদের মাছ

মৌসুমের প্রথম তিন মাসে আহরণ বেড়েছে ৩৩২ টন

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি রাঙ্গামাটি

 রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ এবারো বেড়েছে চলতি মৌসুমের প্রথম তিন মাসে (আগস্ট-অক্টোবর) গত মৌসুমের একই সময়ের তুলনায় ৩৩২ টন বেশি মাছ আহরণ হয়েছে যদিও এর মধ্যে বেশির ভাগই ছোট মাছ

সংশ্লিষ্টরা বলছেন, হ্রদে মাছের উৎপাদন ধারাবাহিকভাবেই বাড়ছে মাছের উৎপাদন বাড়াতে বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নেয়া নানা পদক্ষেপ কাজে দিচ্ছে যদিও আগের মতো আর বড় মাছ পাওয়া যাচ্ছে না

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৬৮ হাজার ৮০০ হেক্টর আয়তনের কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত করা পোনার বৃদ্ধি প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা হ্রদের বাস্তুতন্ত্র অক্ষত রাখতে প্রতি বছর মে থেকে ৩০ জুলাই পর্যন্ত মাস মাছ শিকার বন্ধ রাখা হয় আগস্ট থেকে শুরু হয় মাছ আহরণের মৌসুম পরের বছরের এপ্রিল পর্যন্ত চলে আহরণ

বিএফডিসি, রাঙ্গামাটি কেন্দ্র সূত্রে জানা গেছে, হ্রদে গত মৌসুমের প্রথম তিন মাস হাজার ৯০৯ টন মাছ আহরণ করা হয় সেখানে চলতি মৌসুমের প্রথম তিন মাসে আহরিত হয়েছে হাজার ২৪১ টন মাছ সে হিসাবে এবার মৌসুমের প্রথম তিন মাসে আগেরবারের চেয়ে ৩৩২ টন বেশি মাছ আহরিত হয়েছে

তবে আহরণকৃত মাছের মধ্যে ছোট প্রজাতির মাছই বেশি এর মধ্যে কেঁচকি, চাপিলা গুঁড়ামাইল্যা প্রধান অবশ্য এবার ছোট মাছের মধ্যে চাপিলা গুঁড়ামাইল্যার আহরণ গতবারের চেয়ে কমেছে বিএফডিসির হিসাবে, গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমের প্রথম তিন মাসে কেঁচকি মাছের আহরণ ৬৫ টন বেড়ে ৭২৪ টন হয়েছে তবে চাপিলা গুঁড়ামাইল্যার আহরণ যথাক্রমে ৯৯ টন ১৬ টন কমে ৭৫৪ টন ৩২ টন হয়েছে

প্রসঙ্গে বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বণিক বার্তাকে বলেন, কাপ্তাই হ্রদে মত্স্য উৎপাদন বৃদ্ধি একটি ধারাবাহিক নিরবচ্ছিন্ন প্রক্রিয়া নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও হ্রদে মাছের উৎপাদন ধারাবাহিকভাবে বাড়াতে সক্ষম হয়েছি আমরা আশাবাদী ভবিষ্যতে আহরণ আরো বাড়বে

তিনি আরো বলেন, আমরা কাপ্তাই হ্রদে অবৈধ জাল নির্মূল করছি এবং এটি চলমান রয়েছে এছাড়া হ্রদের মাছ এখন আর আমাদের নজরদারি ছাড়া বিভিন্ন জেলায় যাচ্ছে না, এসবের হিসাব থাকছে

বড় মাছ কমে যাওয়ার ব্যাপারে লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, গবেষকরা বলছেন কাপ্তাই হ্রদে এখন সাধারণত কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন হয় না


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫