উন্নয়ন বৈষম্যের কারণে রংপুর বিভাগে শিল্পায়ন হচ্ছে না

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

উন্নয়ন বৈষম্যের কারণে রংপুর অঞ্চলে শিল্পায়ন হচ্ছে না। ফলে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় রংপুর বিভাগে দিন দিন দারিদ্র্যের হার বাড়ছে। বিভাগের দারিদ্র্যের হার হ্রাসে প্রয়োজন দ্রুত শিল্পায়ন। গতকাল রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটোরিয়ামে দিনব্যাপী বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) যৌথ উদ্যোগে রংপুর বিভাগের ধারাবাহিক শিল্প উন্নয়ন কার্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়ন করার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা তুলে ধরেন রংপুর বিভাগের ব্যবসায়ী শিল্পোদ্যোক্তারা।

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিসিআইয়ের সভাপতি বিজিএমইএর সাবেক সভাপতি ইভেন্স গ্রুপের চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)

সভায় উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সাবেক সভাপতি, এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট বিসিআইয়ের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, বিসিআইয়ের পরিচালক সেমিনার সিম্পোজিয়াম স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাজা, বিসিআইয়ের পরিচালক আবুল কালাম ভূইয়া প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫