লক্ষ্মীপুর, নওগাঁ ও বাগেরহাটে আয়কর মেলা শুরু

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

আমরা স্বাবলম্বী হবো, সকলে কর দিবো’— প্রতিপাদ্য সামনে রেখে গতকাল লক্ষ্মীপুরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। স্থানীয় এক রেস্তোরাঁয় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাবেক বেসামরিক বিমান পরিবহন পর্যটনমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। 

কর অঞ্চল লক্ষ্মীপুর সার্কেলের আয়োজনে আলোচনা সভায় অতিথি ছিলেন কুমিল্লা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মাহমুদল হাছান ভূঁইয়া, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি এমআর মাসুদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর কর সার্কেলের সহকারী কর কমিশনার শচীন্দ্র নাথ সরকার।

এদিকেআয়করে প্রবৃদ্ধি দেশ দশের সমৃদ্ধি, সমৃদ্ধির সোনালি দিন-আনতে হলে আয়কর দিন’— প্রতিপাদ্য নিয়ে গতকাল নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী আয়কর মেলা।

উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নওগাঁ সার্কেল- সহকারী কর কমিশনার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল রাজশাহী কর কমিশনার . খন্দকার মো. ফেরদৌস আলম।

সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী বকু, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, জেল সুপার শাহ আলম প্রমুখ।

এছাড়াকর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’— প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। গতকাল বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন বাগেরহাট চার আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫