আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন এমডি মোসাদ্দেক-উল-আলম

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

মো. মোসাদ্দেক-উল-আলম আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ১৪ নভেম্বর যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি, অ্যারোমা চা লিমিটেড, ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোসাদ্দেক-উল-আলম ১৯৮৫ সালের ১৩ আগস্ট সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন সময়ে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ১৯৬২ সালে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে রাজশাহী বিভাগে পঞ্চম স্থান অধিকার করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞানে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি পেশাগত অন্যান্য কাজে ইতালি, সিঙ্গাপুর, ইউএই, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫