‘ভবিষ্যতের গাড়ি’ উৎপাদনে বড় বিনিয়োগ ফক্সওয়াগনের

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাণকারী কোম্পানি ফক্সওয়াগন (ভিডব্লিউ) নিজেদেরভবিষ্যতের গাড়িউৎপাদন প্রকল্পে ২০২৪ সাল নাগাদ হাজার কোটি ইউরো (৬৬ হাজার কোটি ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ওই সময়ের মধ্যে কোম্পানিটি নিজেদের কার্যক্রম বৈদ্যুতিক, হাইব্রিড কানেকটেড ভেহিকল উৎপাদনে রূপান্তরিত করবে বলেও জানিয়েছে শুক্রবারের ঘোষণায়। প্রসঙ্গত, নতুন ঘোষিত বিনিয়োগের পরিমাণ আগের ঘোষণার চেয়ে হাজার ৬০০ কোটি ইউরো বেশি। খবর ডন।

উল্লিখিত ঘোষণায় আগামী দশকের মধ্যে কোম্পানিটি ৭৫টি বৈদ্যুতিক প্রায় ৬০টি হাইব্রিডের নতুন মডেল বাজারে আনারও কথা জানিয়েছে ভিডব্লিউ। পরিকল্পনা কোম্পানিটির তদারকি পরিষদ কর্তৃক অনুমোদিত। তবে আগের ঘোষণায় ওই সময়ের মধ্যে দুই ক্যাটাগরির মোট ৭০টি নতুন মডেল বাজারে আনার কথা জানিয়েছিল কোম্পানিটি।

এদিকে ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে ভিডব্লিউ বিনিয়োগ পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান ডিটার পোয়েটশ। অন্যদিকে এক বিবৃতিতে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হার্বার্ট ডিস বলেন, বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা আমাদের পক্ষে অসম্ভব।

কোম্পানিটির সদ্য প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৯ সাল নাগাদ কোটি ৬০ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিকল্পনা রয়েছে ভিডব্লিউর। অন্যদিকে একই সময়ে ৬০ লাখ হাইব্রিড গাড়ি বিক্রিরও পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। নতুন মডেলের এসব গাড়ি ইউরোপীয় কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের লক্ষ্যমাত্রা মেনে চলতে পারবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে আগামী বছর থেকে কোম্পানিটির নতুন বিক্রীত গাড়িগুলো গড় কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ বিধিমালা মেনে চলতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫