ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়িয়েছে সাউথ আফ্রিকা এয়ারওয়েজ

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

নিজেদের ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়াল সাউথ আফ্রিকা এয়ারওয়েজ (এসএএ) ফলে টানা চতুর্থ দিন উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে আফ্রিকার উড়োজাহাজ সংস্থাটির। মজুরি চাকরি ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মীদের ধর্মঘটে প্রতিকূল অবস্থায় পড়েছে আফ্রিকার লোকসানি উড়োজাহাজ সংস্থাটি। খবর ডন।

নতুন ঘোষণায় সংস্থাটির অভ্যন্তরীণ আন্তর্জাতিক যাবতীয় রুটে সব ধরনের উড়োজাহাজ চলাচল সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। কোম্পানিটির আকাশ পরিবহন বন্ধ রাখার ঘোষণা আগের ঘোষণার চেয়ে দুদিন বেশি। তবে আন্তর্জাতিক রুটে চলাচল আজ থেকে পুনরায় শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে শুক্রবারের বিবৃতিতে।

শ্রমিকদের দুটি সংগঠন ধর্মঘট আহ্বান করেছে। সংগঠন দুটিতে এসএএর কর্মী রয়েছেন তিন হাজারেরও বেশি। এক হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা শ্রমিক ইউনিয়নের শতাংশ মজুরি বাড়ানোর দাবি এসএএ কর্তৃক বাতিল হওয়ার পর শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেন সংস্থাটির কর্মীরা। তবে এসএএ মজুরি দশমিক শতাংশ বাড়ানোর আশ্বাস দিলেও তাতে সন্তুষ্ট হননি কর্মীরা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫