হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ডার্ক মোড

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

ব্যবহারকারীদের ডার্ক মোডের অনুভূতি দিতে এক বছরের বেশি সময় ধরে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কবে নাগাদ ফিচারটি চালু হবে, তা নিয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ওয়েবেটাইনফোর তথ্য বলছে, শিগগিরই ব্যবহারকারীদের অপেক্ষার পালা ঘুচতে চলেছে। চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপে আসছে ডার্ক মোড। তবে প্রাথমিকভাবে ফিচার শুধু আইফোন ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।

ওয়েব বার্তায় ওয়েবেটাইনফো জানিয়েছে, ডার্ক মোড চালুর কাজ গুছিয়ে এনেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফিচারে কালো রঙের ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা রঙের লেখা থাকবে। ফিচারের জন্য নীল ধূসর রঙের মিশেলে হোয়াটসঅ্যাপের লোগোর আলাদা ডিজাইনও করা হয়েছে।

শিগগিরই ব্যবহারকারীদের জন্য ডার্ক মোড নিয়ে আসছে ফেসবুকের নিয়ন্ত্রণাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তবে শুরুতে আইওএস ১৩ ব্যবহারকারীরা ফিচার ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫