বিপজ্জনক অ্যাপগুলো

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

অ্যাপকে স্মার্টফোনের প্রাণ বলা হয়। তবে অ্যাপের কারণেই বিঘ্নিত হতে পারে ব্যক্তিগত নিরাপত্তা। গুগল নানাভাবে প্লে স্টোরকে নিরাপদ করার চেষ্টা চালাচ্ছে। এর পরও প্লে স্টোর থেকে অনেক ক্ষতিকর অ্যাপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে চলে আসতে পারে। সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্ষতিকর অ্যাপের বিস্তার ঠেকাতে তিনটি মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধেছে গুগল। এর দিন পরই প্লে স্টোরে কয়েক ডজন ঝুঁকিপূর্ণ অ্যাপের তালিকা প্রকাশ করেছে রিসার্চ ফার্ম ট্রেন্ড মাইক্রো। গুগল প্লে স্টোরের কয়েকটি ঝুঁকিপূর্ণ অ্যাপ নিয়ে আয়োজনের আজ চতুর্থ পর্ব

ম্যাগাজিন ফটো এডিটর

বিভিন্ন সোস্যাল মিডিয়ায় আপ করা বিখ্যাত সব ম্যাগাজিনের কাভারে অনেকের ফটো দেখে আমরা পুলকিত হই। ম্যাগাজিন ফটো এডিটর ব্যবহার যেকোনো ম্যাগাজিনের কাভারে নিজের ছবি বসিয়ে নেয়া যায়। গুগল প্লে স্টোরের জনপ্রিয় অ্যাপে অ্যাডওয়্যার শনাক্তের দাবি জানিয়েছে রিসার্চ ফার্ম ট্রেন্ড মাইক্রো। একই সঙ্গে অ্যাপটির ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে।

ম্যাগাজিন কাভার মেকার

কার্যকারিতার দিক থেকে ম্যাগাজিন ফটো এডিটরের মতোই একটি অ্যাপ ম্যাগাজিন কাভার মেকার। গুগল প্লে স্টোরের অ্যাপেও ক্ষতিকর অ্যাডওয়্যারের উপস্থিতি শনাক্ত করেছে ট্রেন্ড মাইক্রো। অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকলে তা আনইনস্টল করার পরামর্শ দেয়া হয়েছে।

ম্যাগাজিন কাভার স্টুডিও

গুগল প্লে স্টোরের জনপ্রিয় একটি অ্যাপ ম্যাগাজিন কাভার স্টুডিও। অ্যাপটি দিয়েও বিভিন্ন ম্যাগাজিনের কাভারে নিজের ফটো বসানো যায়। প্লে স্টোর থেকে অসংখ্যবার ডাউনলোড হওয়া অ্যাপেও অ্যাডওয়্যার শনাক্ত করা হয়েছে। অ্যাপটির ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

লাভ টেস্ট ২০১৯

বিভিন্ন তথ্য পর্যালোচনা করে কোন জুটির ভালোবাসা কত শতাংশ খাঁটি তা জানিয়ে দেয় অ্যাপ। প্লে স্টোরে উল্লেখযোগ্যবার ডাউনলোড হয়েছে অ্যাপটি। জনপ্রিয় অ্যাপেও অ্যাডওয়্যারের উপস্থিতি শনাক্তের দাবি জানিয়েছে ট্রেন্ড মাইক্রো। অ্যাপটি নতুন করে ডাউনলোড না করার পরামর্শ দেয়া হয়েছে।

হাউজ পেন্টিং

জনপ্রিয় একটি গেমিং অ্যাপ হাউজ পেন্টিং। অ্যাপটির মাধ্যমে কৌশলে অ্যাডওয়্যার ছড়ানো হয়েছে বলে দাবি রিসার্চ ফার্ম ট্রেন্ড মাইক্রোর। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। অ্যাপটির ডাউনলোড সংখ্যা কত তা জানা যায়নি।

ফ্লো পয়েন্ট

গুগল প্লে স্টোরের গেমিং অ্যাপ ফ্লো পয়েন্ট। অ্যাপেও অ্যাডওয়্যারের উপস্থিতি শনাক্ত করেছে ট্রেন্ড মাইক্রো। অ্যাপটি ডিভাইসে থাকলে আনইনস্টল করার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে ডাউনলোড না করার পরামর্শ দেয়া হয়েছে।            সূত্র: গ্যাজেটস নাউ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫