হিলি-বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

প্রকাশ: নভেম্বর ১৬, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি,হিলি

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে হিলি-বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। তবে হিলি থেকে হিলি-দিনাজপুর, হিলি-জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সেই সাথে সকল রুটে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ শনিবার (১৬নভেম্বর) সকাল থেকেই চালকরা হিলি বাসস্ট্যান্ডে নিজ নিজ গাড়ি বন্ধ করে এই কর্মসূচি শুরু করেন। চালকদের মধ্যে অনেকেই আবার মালিকের বাড়িতে গিয়ে বাস রেখে এসেছেন।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপদে পড়ছে যাত্রীরা। অনেকেই বিকল্প উপায়ে ভ্যান রিকশা বা অটোরিকশা করে কিংবা অন্য রুট হয়ে বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করছেন। বাস চালক রেজাউল ইসলাম ও ইমরান হোসেন জানান, নতুন আইন সংস্কারের দাবিতে বাস চলাচল বন্ধ করে দিয়েছি। দিনাজপুর মোটরপরিবহন শ্রমিক ইউনিয়ন হাকিমপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি সংগঠনের কোন কর্মসূচি না, হিলি-বগুড়া পথের বাসের চালকরা নিজেরাই গাড়ি চালানো থেকে বিরত রয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫