রূপপুরে বেলারুশ নাগরিকের মৃত্যু

প্রকাশ: নভেম্বর ১৬, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি পাবনা

 হূদরোগে আক্রান্ত হয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক বেলারুশ নাগরিকের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে বেলারুশের নাগরিক ইহার বেলাহু (৪৯) মারা যান রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেট রোশেম লিমিটেডে ইহার বেলাহু উপপরিচালক পদে কর্মরত ছিলেন

প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গ্রিনসিটিতে বুকে তীব্র ব্যথা অনুভব করেন ইহার বেলাহু পরে তাকে রাজশাহীতে স্থানান্তরের ব্যবস্থা করা হয় সময় অ্যাম্বুলেন্সে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের চিকিৎসক ডা. ফখরুল ইসলামও তার সঙ্গে ছিলেন রাজশাহীতে বেসরকারি সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন মরদেহ ময়নাতদন্ত এবং হিমাগারে সংরক্ষণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হযেছে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে ইহার বেলাহুর মরদেহ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫