রক্ষণে মনোযোগ কিংসের

প্রকাশ: নভেম্বর ১৬, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 আক্রমণভাগে দানিয়েল কলিন্দ্রেস পুরনো মুখ নতুন যোগ দিয়েছেন লেবাননের জালাল কিদৌ স্কোয়াডে থাকছেন ঘরের ছেলে হয়ে ওঠা নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলেও মতিন মিয়া-তৌহিদুল আলম সবুজ রয়েছেন বিকল্প হতে পারেন রবিউল হাসান-মাহবুবুর রহমান সুফিলরা অবস্থায় বসুন্ধরা কিংসের যত মনোযোগ রক্ষণেই

ব্যাক-ফোর ঢেলে সাজানোর অংশ হিসেবে তপু বর্মনকে নেয়া হয়েছে ঢাকা আবাহনী থেকে শেখ রাসেল থেকে এসেছেন ইয়াসিন খান বিশ্বনাথ ঘোষ ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজীকে দলভুক্ত করছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা তাতেও যেন অতৃপ্তি তা দূর করতে তাজিকিস্তান অধিনায়ক আখতাম নাজারভকে উড়িয়ে আনার পরিকল্পনা গতকাল ঢাকায় আসা আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস দেলমন্তে খেলেন রক্ষণেই; একই সঙ্গে মাঝমাঠে খেলার দক্ষতাও রয়েছে তার

হালের পরাশক্তিদের রক্ষণ নিয়ে মহাপরিকল্পনা আসলে গত মৌসুমের তিক্ত অভিজ্ঞতার কারণে রক্ষণের জটিলতায় মৌসুমের শুরুতে বেশ ভুগেছে বসুন্ধরা কিংস ঢাকা আবাহনীর কাছে ফেডারেশন কাপ ফাইনাল হারের কারণ হিসেবে অনেকে রক্ষণের ওপর দায় চাপাচ্ছেন কারণেই এবার ব্যাক-ফোর নিয়ে বেশ সজাগ বসুন্ধরা কিংস

ফুটবলারদের ইনজুরির কারণে রক্ষণ নিয়ে গত মৌসুমে আমরা বেশ ভুগেছি এবার যাতে একই জটিলতা তৈরি না হয়, কারণেই রক্ষণভাগ নিয়ে আমরা বেশ সতর্ক’—গতকাল বণিক বার্তাকে জানান কিংস ম্যানেজার বি জোবায়ের নিপু

তারিক কাজী ফুলব্যাক হলেও সেন্টারব্যাক হিসেবেও খেলতে অভ্যস্ত একই দক্ষতা রয়েছে নাজারভের নিকোলাস দেলমন্তে মূলত সেন্টারব্যাক, খেলতে পারেন মাঝমাঠেও তিন ফুটবলারের কারণে বেশ সুবিধাজনক অবস্থায় কিংস নতুন মৌসুমের পরিকল্পনায় রক্ষণ নিয়ে আপাতত কোনো প্রকার জটিলতা নেই কিন্তু ভাবনার জায়গা মাঝমাঠ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ মাঝমাঠের ভাবনা আরো বাড়িয়েছে

এটা ঠিক আমাদের মাঝমাঠ নিয়ে কিছুটা ভাবনা রয়েছে রক্ষণভাগ অন্যরা সামলে নিতে পারলে আমরা দেলমন্তেকে মাঝমাঠের জন্যই ভাবব আস্থা রাখার মতো ফুটবলার সে, বলেন কিংস ম্যানেজার মাঝমাঠে কিরগিজস্তানের বখতিয়ার দুইশোবেকভে; পাশে ইমন বাবু, মোহাম্মদ ইব্রাহিম, রবিউল হাসান আছেন ইব্রাহিম-রবিউলরা আক্রমণে যোগ দিতেও সমর্থ

কিংসের ভাবনার জায়গা হতে পারে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ইনজুরির কারণে মাশুক মিয়া জনি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন শূন্যতা পূরণে ঢাকা আবাহনী থেকে আনা হয়েছে আতিকুর রহমান ফাহাদকে দেলমন্তে হতে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫