সিরিয়ায় সাবেক মার্কিন বিমানঘাঁটিতে রুশ সেনাবাহিনীর অবতরণ

প্রকাশ: নভেম্বর ১৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বাহিনীর ছেড়ে যাওয়া বিমানঘাঁটিতে অবতরণ করেছে রুশ রণ-হেলিকপ্টার সেনা গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত জাভেজদা টিভি চ্যানেল তথ্য জানিয়েছে খবর রয়টার্স

জাভেজদা টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে সশস্ত্র রুশ সামরিক পুলিশকে তুরস্ক সীমান্তের কাছে অবস্থিত আলেপ্পোর সিরীয় বিমানঘাঁটির দিকে উড়ে যেতে অঞ্চলটি সুরক্ষিত করতে আকাশসীমায় টহল দিতে দেখা গেছে

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়ার পর রাশিয়াকে ধরনের পদক্ষেপ নিতে দেখা গেল

জাভেজদা জানিয়েছে, স্থাপনাটি স্থানীয় বাসিন্দাদের জন্য মানবিক ত্রাণ সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এছাড়া সামরিক বিমানঘাঁটিটি মস্কোর সঙ্গে জোটবদ্ধ সিরীয় সরকারি বাহিনী নিয়ন্ত্রণ করবে বলে জানানো হয়েছে

এর আগে বৃহস্পতিবার টিভি চ্যানেলটি জানায়, রাশিয়া সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কামিশলিতে একটি হেলিকপ্টার ঘাঁটি স্থাপন করেছে পদক্ষেপের মাধ্যমে অঞ্চলটিতে মস্কোর নিয়ন্ত্রণ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫