মিয়ানমারে বিনিয়োগে আগ্রহী ফিলিপাইনের পুরনো কনগ্লোমারেট

প্রকাশ: নভেম্বর ১৬, ২০১৯

মিয়ানমারে ২৩ কোটি ৭৫ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ফিলিপাইনের সবচেয়ে পুরনো কনগ্লোমারেট প্রতিষ্ঠান আয়ালা করপোরেশন আগামী তিন থেকে পাঁচ বছরে প্রতিষ্ঠানটির বৈদেশিক ব্যবসা থেকে মুনাফা দ্বিগুণের পরিকল্পনা হিসেবে বিনিয়োগ করা হচ্ছে

আয়ালা করপোরেশনের চেয়ারম্যান প্রধান নির্বাহী (সিইও) অগাস্তো জোবেল ব্লুমবার্গ টেলিভিশনকে বলেন, বৈদেশিক বিনিয়োগের জন্য বাজার উন্মুক্ত করার ক্ষেত্রে রূপান্তরকালীন পর্বের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশীয় দেশটি গত বৃহস্পতিবার ইওমা স্ট্র্যাটেজিক হোল্ডিংস লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠান ফার্স্ট মিয়ানমার ইনভেস্টমেন্ট পাবলিক কোম্পানির ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে আয়ালা

ইওমা চেয়ারম্যান সার্গে পুন এক সাক্ষাত্কারে বলেন, দেশটির তরুণ শ্রমসক্ষম জনগোষ্ঠীর ওপর ভর করে দাঁড়ানো মিয়ানমার এখন ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলোর একটি বিকল্প গন্তব্য হিসেবে দাঁড়িয়েছে, যারা যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে বাঁচতে চীনের বাইরে নতুন কেন্দ্র খুঁজছে                 সূত্র: ব্লুমবার্গ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫