মধুবালাকে নিয়ে বায়োপিক তৈরি করবেন ইমতিয়াজ আলী!

প্রকাশ: নভেম্বর ১৬, ২০১৯

ফিচার ডেস্ক

মধুবালাকে নিয়ে ছবি তৈরিতে বলিউডের অনেক পরিচালকই আগ্রহী হিন্দি ছবির কিংবদন্তি অভিনেত্রী মধুবালার নাম ছিল মুমতাজ জাহান বেগম দেহলভী বড় পর্দায় এসে তার নাম হয় মধুবালা তাকে বলিউডের মেরিলিন মনরো নামে ডাকা হয় এবং তার হাসি মিলিয়ন ডলারের বলে খ্যাত ছিল হূিপণ্ডে ছিদ্র থাকার সমস্যায় মাত্র ৩৬ বছর বয়সে মারা যান মোগল--আজম খ্যাত মধুবালা তার বিয়ে হয়েছিল বিখ্যাত গায়ক কিশোর কুমারের সঙ্গে

কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, রকস্টারের পরিচালক ইমতিয়াজ আলী মধুবালার বায়োপিক তৈরির স্বত্ব কিনে নিয়েছেন শোনা যাচ্ছে তিনি মধুবালার জীবন নিয়ে ছবি অথবা ওয়েব সিরিজ নির্মাণ করবেন  

ডিএনএ ইন্ডিয়াকে একটি সূত্র বলেছে, মধুবালার জীবন নিয়ে প্রচুর উপাদান পাওয়া সম্ভব বসন্ত ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন আর ১৪ বছর বয়সে নীল কমল ছবিতে হয়েছিলেন রাজ কাপুরের নায়িকা ২২ বছরের লম্বা ক্যারিয়ারে ৭৩টি ছবিতে কাজ করেও মধুবালা তার জীবনে কোনো অ্যাওয়ার্ড পাননি মোগল--আজমের জন্য পেয়েছিলেন একমাত্র ফিল্মফেয়ার মনোনয়ন

দিলীপ কুমারের সঙ্গে মধুবালার সম্পর্ক নিয়ে ছিল দারুণ আলোচনা তারপর কিশোর কুমারের সঙ্গে বিয়েও মানুষের আগ্রহের বিষয় হয়ে উঠেছিল মৃত্যুশয্যায় প্রায় একাকী হয়ে গিয়েছিলেন মধুবালা

জানা গেছে, ইমতিয়াজ আলী মধুবালার পরিবারের কাছ থেকে বায়োপিক নির্মাণের স্বত্ব কিনেছেন স্বত্ব শুধু হিন্দি ভাষায় বায়োপিক নির্মাণের জন্য

মধুবালার বোন মধুর ভূষণকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে বড় পর্দায় তার বোনকে নিয়ে কোনো ছবি নির্মাণ করা হলে তিনি কাকে তার চরিত্রে দেখতে চাইবেন জবাবে তিনি বলেছিলেন, একসময় মধুবালার চরিত্রে তার পছন্দ ছিল মাধুরী দীক্ষিত আর এখন কারিনা কাপুর

এখন অপেক্ষা শুধু পরিচালক ইমতিয়াজ আলীর আনুষ্ঠানিক ঘোষণার!

 

সূত্র: ডিএনএ



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫