ওমানে বাংলাদেশের বড় হার

প্রকাশ: নভেম্বর ১৫, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে ওমান অনেক এগিয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচে তা প্রমাণ করল আল-আহমার নামের দলটি গ্রুপের ম্যাচে র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা ওমান - গোলে জিতেছে

ওমানের রাজধানী মাসকাটের সুলতান কাবুস ক্রীড়া কমপ্লেক্সে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য পাঁচ গোল হয় বিরতির পর চার ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় হার

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও স্বাগতিকদের কিন্তু নিয়ন্ত্রণেই রেখেছিল বাংলাদেশ ম্যাচে প্রথম গোলে শট নিয়েছিল লাল-সবুজরাই ১১ মিনিটে জামাল ভূঁইয়ার জোরালো শট ওমান গোলরক্ষক আলী আল হাবসি গ্রিপে নেন ৩০ মিনিটে মহসিন আল খালদির শট পাঞ্চ করে ফেরান বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল ইসলাম ৩৬ মিনিটে মহসিন আল ঘাসানির হেড আস্থার সঙ্গেই রুখে দেন গোলরক্ষক

বিরতির পর তৃতীয় মিনিটেই কাঙ্ক্ষিত গোল পায় ওমান মহসিন আল খালদির গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ অবশ্য সমতার নেশায় জেগে উঠেছিল ওই অবস্থায় আচমকা দ্বিতীয় গোল হজম করে বসে লাল-সবুজরা স্কোরলাইন - করেন রাবিয়া আল মানধার আরশাদ আল আলাওয়ি - করার পর বিপলু আহমেদের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ ৮৯ মিনিটে আমরান আল হিদি আরেক গোল করলে - ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ওমান

আরেক ম্যাচে ভারতের সঙ্গে - গোলে ড্র করেছে আফগানিস্তান ৪৫ মিনিটে নাজারির গোলে এগিয়ে যায় আফগানরা ৯০ মিনিটে দাঙ্গলের গোলে সমতা আনে ভারত


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫