সৌদিতে ৯৯ শতাংশ নারী কর্মী ভালো আছেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: নভেম্বর ১৫, ২০১৯

কূটনৈতিক প্রতিবেদক

সৌদি আরবে কাজ করতে যাওয়া ৯৯ শতাংশ নারী ভালো আছেন এবং দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রায় ছয় লাখ নারী কর্মী বিদেশে কাজ করেন এর মধ্যে লাখ ৭০ হাজারের মতো সৌদি আরবে আছেন অভিযোগগুলো বেশির ভাগই সৌদি আরব থেকেই আসে দেশটিতে কাজ করা লাখ ৭০ হাজার নারীর মধ্যে ফিরে এসেছেন আট হাজারের মতো শতকরা হার অনুযায়ী ৯৯ শতাংশ নারী মোটামুটি ভালো আছেন দেশে টাকাও পাঠাচ্ছেন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি থেকে ৫৩ নারীর মরদেহ এসেছে এর কতজন আত্মহত্যা করেছেন আমরা জানি না ব্র্যাকের একটা স্টাডিতে দেখা গেছে, মোট ৫৩ জনের লাশ ফিরেছে

. কে আব্দুল মোমেন বলেন, বিদেশে আমাদের নারী কর্মী নির্যাতনের পরিপ্রেক্ষিতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে ওইসব জায়গায় শেল্টার তৈরি করেছি নির্যাতিত হলে ওই শেল্টারে তাদের নিয়ে আসা হয় এটা তাদের জন্য উন্মুক্ত ইদানীং ২৪ ঘণ্টা হটলাইন তৈরি করেছি, যাতে তারা যেকোনো সমস্যার কথা জানাতে পারেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫