চীন ছেড়ে যাবে এক-চতুর্থাংশ জার্মান কোম্পানি

প্রকাশ: নভেম্বর ১৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

চীনে কার্যরত প্রায় এক-চতুর্থাংশ জার্মান কোম্পানি নিজেদের কার্যক্রম সম্পূর্ণ বা উল্লেখযোগ্য অংশ অন্যত্র সরিয়ে নিতে চায় বলে উল্লেখ করা হয়েছে মঙ্গলবার প্রকাশিত জার্মান চেম্বার অব কমার্সের বার্ষিক জরিপে। ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কোম্পানি চীন ছেড়ে যেতে চায় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। খবর এএফপি।

চীনে কার্যরত ৫২৬টি জার্মান কোম্পানির ওপর জরিপ পরিচালনা করে সংস্থাটি। জরিপে অংশগ্রহণকারী ২৩ শতাংশ এরই মধ্যে নিজেদের উৎপাদন ক্ষমতা অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বা বিবেচনা করার কথা জানিয়েছে। অন্যদিকে চূড়ান্তভাবে চীন ত্যাগের কথা জানিয়েছে এক-তৃতীয়াংশ কোম্পানি।

এছাড়া অন্য কোম্পানিগুলোর অনেকে নিজেদের ব্যবসা বা উৎপাদনের কিয়দংশ অন্যত্র সরিয়ে নেয়ার কথা জানিয়েছে। এক্ষেত্রে ভারত বা দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো সস্তা শ্রম গন্তব্যের কথা ভাবছে জার্মান কোম্পানিগুলো। এদিকে চীন ছেড়ে যেতে সিদ্ধান্ত নিয়েছে বা ছাড়ার কথা ভাবছে, এমন ১০৪টি কোম্পানির ৭১ শতাংশ দেশটিতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কথা জানিয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫