বিকাশে আরো সহজে দেয়া যাবে আয়কর

প্রকাশ: নভেম্বর ১৪, ২০১৯

এখন থেকে আরো সহজে যেকোনো সময় যেকোনো স্থান থেকে বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) -পেমেন্ট পোর্টালে গিয়ে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আয়কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহক। এছাড়া বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের সাজেশন বক্সে এনবিআর লোগো থাকবে, যেখানে ক্লিক করলেই গ্রাহক সরাসরি আয়কর পেমেন্ট গেটওয়ে পেজে চলে যেতে পারবেন।

১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবসহ সারা দেশে এনবিআর আয়োজিত আয়কর মেলায়ও বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে।

অনলাইনে আয়কর পরিশোধ করতে .www.nbrepayment.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অনলাইনে আয়কর দিতে যারা নিবন্ধন করেছেন বা নিবন্ধন করেননি উভয় গ্রাহকই এখান থেকে আয়কর পরিশোধ করতে পারবেন।

বিকাশে আয়কর পরিশোধ করলে গ্রাহকদের ১ দশমিক ১ শতাংশ চার্জ দিতে হবে।বিজ্ঞপ্তি

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫