পিরোজপুরে কিশোর হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: নভেম্বর ১৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি পিরোজপুর

 পিরোজপুরের কাউখালীতে উজ্জ্বল নামে এক কিশোরকে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. সামসুল হক রায় ঘোষণা করেন

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের আকতার হোসেন আকনের ছেলে লিটন আকন (২৯) ঘোষণতারা গ্রামের মৃত আইয়ুব আলী সরদারের ছেলে সাহেদ সরদার (৩০) রায় ঘোষণাকালে লিটন আকন আদালতে উপস্থিত ছিলেন তবে মামলা দায়েরের পর থেকেই সাহেদ সরদার পলাতক রয়েছেন

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালে আসামি লিটন আকন সাহেদ সরদার একই উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে উজ্জ্বলকে ডেকে কাউখালী বন্দরের দিকে নিয়ে যায় চারদিন পর উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের পানের বরজের মধ্যের নালা থেকে উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ ঘটনায় উজ্জ্বলের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ অজ্ঞাতনামা আরো দু-তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫