বশেমুরবিপ্রবি

সাবেক ভিসি নাসিরের দুর্নীতি অনুসন্ধানে দুদক

প্রকাশ: নভেম্বর ১৩, ২০১৯

বণিক বার্তা অনলাইন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুদকের জনসংযোগ দফতর থেকে এতথ্য জানানো হয়েছে। ভিসির এই দুর্নীতি অনুসন্ধানে দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যাহকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩০ সেপ্টেম্বর ভিসি পদ থেকে পদত্যাগ করেন নাসিরউদ্দিন। পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ উঠে।

শিক্ষার্থীদের অভিযোগ ছিল, তিনি ভিসি হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের ইচ্ছা মত সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভর্তি ফি, হল ভাড়া, ক্রেডিট ফি,চিকিৎসা ফি আদায় করেছে।

গত ১১ সেপ্টেম্বর এসব নিয়ে আইন বিভাগের এক শিক্ষার্থী নিজের ফেইসবুকে একটি পোস্ট দেয়। এরপর ভিসি সেই শিক্ষার্থীকে সময়িক বহিষ্কার করেন। এর পর থেকেই উপাচার্য নাসিরের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর মধ্যেই ওই শিক্ষার্থী ও উপাচার্যের কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়, যেখানে ওই ছাত্রীকে বকাঝকা ও হুমকি-ধমকি দিতে শোনা যায় উপাচার্যকে। মেয়েটির বাবাকে নিয়েও তীর্যক মন্তব্য করেন তিনি।

ওই অডিও সামাজিক যোগাযোগা মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে উপাচার্যের সমালোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে আন্দোলনও জোরদার হয়। শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে ১৮ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৪টি বিষয়ে আশ্বাস দেওয়া হলেও তাতে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনসহ আন্দোলন অব্যাহত রাখেন। এআন্দোলন ঠেকাতে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন উপাচার্য। শিক্ষার্থীরা তার প্রতিবাদ করলে একদল বহিরাগত হামলা চালিয়ে অন্তত ২০ জনকে আহত করে।

উদ্ভূত পরিস্থিতিতে ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কমিটি করে ইউজিসি। ইউজিসি তদন্ত দল তদন্তে দোষ পেয়ে উপাচার্যের পদ থেকে নাসিরকে সরানোর সুপারিশ করলে ২৯ সেপ্টেম্বর ক্যাম্পাস ছাড়েন তিনি। পরদিন পদত্যাগ করেন নাসির।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫