চার ম্যাচই ড্র

প্রকাশ: নভেম্বর ১৩, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 চলতি জাতীয় ক্রিকেট লিগে পঞ্চম রাউন্ডে ড্র হয়েছে চারটি ম্যাচই প্রথম স্তরে মিরপুরে রাজশাহীর বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পয়েন্ট টেবিলে শীর্ষ দল খুলনা বিভাগকে প্রথম স্তরের আরেক ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা রংপুর বিভাগের ম্যাচটিও থেকেছে নিষ্ফলাই রাজশাহীতে দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রো সিলেটের মধ্যকার রান-উৎসবের ম্যাচে জেতেনি কোনো দলই দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে প্রত্যাশিত ড্র হয়েছে বরিশাল চট্টগ্রাম বিভাগের মধ্যে বৃষ্টির কারণে বরিশালে অনুষ্ঠিত ম্যাচে প্রথম তিনদিন একটি বলও মাঠে গড়ায়নি

পঞ্চম রাউন্ডে ড্র করলেও শিরোপার রেসে অনেকটা এগিয়ে থাকল খুলনা গতকাল মিরপুরে চতুর্থ শেষ দিনে ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী প্রথম ইনিংসে ৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে উইকেটে ১৯১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করতে সমর্থ হয় রাজশাহী দলটির পক্ষে অভিষেক মিত্র (৫১), মুকতার আলী (৩৯) সানজামুল ইসলাম (২৩*) দৃঢ়তা দেখান ব্যাট হাতে পঞ্চম রাউন্ড শেষে ২৯.৯৬ পয়েন্ট নিয়ে সবার উপরে খুলনা ১১.৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রাজশাহী

প্রথম স্তরে খুলনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা বিভাগ তাদের সংগ্রহ ২৪. পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রংপুরের সঙ্গে ড্র করে ঢাকা প্রথম ইনিংসে ১২ রানে পিছিয়ে থাকা রংপুর আগের দিনের ২০০/ নিয়ে খেলতে নেমে গতকাল দ্বিতীয় ইনিংসে উইকেটে ২৭১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে আগের দিন ১০৪ রান নিয়ে খেলতে নামা নাসির হোসেন অপরাজিত থাকেন ১৬১ রানে জয়ের জন্য ২৮৪ রানের টার্গেটের সামনে উইকেটে ১৭৬ নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে ঢাকা রকিবুল হাসান অপরাজিত থাকেন ৮০ রানে এই ড্রতেও নিকট প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটা পেছনেই থাকল রংপুর তাদের ঝুলিতে ১১.৭২ পয়েন্ট

দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রো সিলেটের মধ্যকার ম্যাচটিতে প্রথম তিনদিনের মতো গতকালও রাজত্ব করেন ব্যাটসম্যানরা আগের দিনের ২৪৫/ সংগ্রহ নিয়ে খেলতে নেমে গতকাল ৩৯৫ রানে ইনিংসের ঘোষণা দেয় মেট্রো আগের দিন ৭৩ রানে অপরাজিত থাকা মার্শাল আইয়ুব খেলেন ১৬৩ রানের ইনিংস জয়ের জন্য মাত্র ৪৯ ওভারে সিলেটের সামনে টার্গেট দাঁড়ায় ৩৫৬ রান শেষ পর্যন্ত উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে সিলেট

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫