সরকার গঠনে পর্যাপ্ত সময় না দেয়ায় সুপ্রিম কোর্টে শিবসেনা

প্রকাশ: নভেম্বর ১৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 মহারাষ্ট্রে সরকার গঠনে পর্যাপ্ত সময় না দেয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শিবসেনা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলের পর ২০ দিন কেটে গেলেও এখনো সেখানে সরকার গঠন হয়নি সোমবার সরকার গঠনের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা দাবি করেছিল শিবসেনা কিন্তু তাদের দাবি খারিজ করে দিয়ে সরকার গঠনের জন্য শারদ পাওয়ারের এনসিপিকে ডেকেছিলেন গভর্নর ভগৎ সিং কোশিয়ারি খবর এনডিটিভি

গতকাল রাত সাড়ে ৮টার দিকে এনসিপির সময়সীমা শেষ হয়েছে এনসিপিও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ এসেছে

প্রাদেশিক গভর্নরের বিরুদ্ধে শিবসেনার অভিযোগ, তিনি বিজেপির পক্ষে কাজ করছেন সুপ্রিম কোর্টের কাছে পাঠানো অভিযোগে শিবসেনা বলছে, বিজেপিকে যেখানে সরকার গঠনের আলোচনা চালানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে, সেখানে শিবসেনাকে মাত্র ২৪ ঘণ্টা সময় দিয়েছেন গভর্নর

ক্ষমতা ভাগাভাগি নিয়ে শিবসেনার সঙ্গে মতবিরোধ কাটাতে বৃহত্তম দল বিজেপি ব্যর্থ হলে শিবসেনাকে সরকার গঠনের আহ্বান জানান প্রাদেশিক গভর্নর তবে সোমবার মহারাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম দলের সময়সীমা বাড়ানোর দাবি নাকচ করে দিয়ে এনসিপিকে আহ্বান করেন তিনি

ফিফটি-ফিফটি হারে ক্ষমতা ভাগাভাগি অর্ধেক সময়ের জন্য মুখ্যমন্ত্রী পদেরও ভাগাভাগি করা নিয়ে মতবিরোধের জেরে বিজেপির সঙ্গে দ্বিতীয়বার বন্ধন ছিন্ন করল শিবসেনা মোদি মন্ত্রিসভা থেকে শিবসেনার একমাত্র মন্ত্রীও পদত্যাগ করেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫