২০২৪ নাগাদ দ্বিগুণ হবে বৈশ্বিক পাওয়ার ব্যাংক বাজার

প্রকাশ: নভেম্বর ১৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

স্মার্টফোন কিংবা ল্যাপটপ, যেকোনো ইলেকট্রনিকস পণ্যের চটজলদি চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাংকের বিকল্প নেই। বিশেষ করে ঘরের বাইরে থাকার সময় এসব প্রযুক্তি পণ্যে চার্জ দিতে পাওয়ার ব্যাংকের ব্যবহার অপরিহার্য। তাই প্রযুক্তি পণ্যের ব্যবহার যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে পাওয়ার ব্যাংকের চাহিদাও। বড় হচ্ছে পাওয়ার ব্যাংকের বাজার। ধারাবাহিকতায় ২০২৪ সাল নাগাদ পাওয়ার ব্যাংকের বৈশ্বিক বাজারের আকার গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে। রিসার্চঅ্যান্ডমার্কেটসডটকমের সাম্প্রতিক প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে। খবর বিজনেস ওয়্যার।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে পাওয়ার ব্যাংকের বৈশ্বিক বাজারের আকার ছিল ৯৫০ কোটি ডলারের। ২০২৪ সাল নাগাদ প্রযুক্তি পণ্যটির বৈশ্বিক বাজারের আকার বেড়ে দাঁড়াতে পারে হাজার ৭৯০ কোটি ডলারে। সে হিসাবে পরবর্তী ছয় বছরের মধ্যে পাওয়ার ব্যাংকের বাজারের আকার প্রায় দ্বিগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের মধ্যে সিংহভাগ পাওয়ার ব্যাংকে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হবে। এতে পাওয়ার ব্যাংকের চার্জ ধারণক্ষমতা বর্তমানের তুলনায় কয়েক গুণ বাড়বে। এর ফলে পাওয়ার ব্যাংকের উৎপাদন ব্যয় কমবে। ফলে কমে আসতে পারে পণ্যটির দাম। সময়ের মধ্যে পাওয়ার ব্যাংকে ডিজিটাল ডিসপ্লে যুক্ত হতে পারে।

২০২৪ সাল নাগাদ বিশ্ববাজারে হাজার থেকে ২০ হাজার এমএএইচ ব্যাটারির পাওয়ার ব্যাংকের জনপ্রিয়তা থাকবে সবচেয়ে বেশি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫