ডায়াবেটিস জার্নি অ্যাপের যাত্রা

প্রকাশ: নভেম্বর ১৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সরকার স্বীকৃত ডায়াবেটিস চিকিৎসা গাইডলাইন চালু হয়েছে। একই সঙ্গে চালু করা হয়েছে ডায়াবেটিস জার্নি নামে বিশেষ একটি অ্যাপ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম যৌথভাবে গাইডলাইন চালু করেছে। গতকাল রাজধানীর একটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে গাইডলাইন প্রকাশ অ্যাপটি উন্মুক্ত করা হয়।

ডায়াবেটিস কেয়ার বাডাস গাইডলাইন ২০১৯ শীর্ষক দিকনির্দেশনাটি রোগী চিকিৎসক উভয়ের সহায়ক হবে। অন্যদিকে স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার চিকিৎসকদের সুবিধার্থে ডায়াবেটিস জার্নি অ্যাপটি নতুন গাইডলাইনের ওপর ভিত্তি করে অ্যাপটি তৈরি করেছে নভো নরডিস্ক বাডাস।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫