নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় ৮ আসামির যাবজ্জীবন

প্রকাশ: নভেম্বর ১৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে গতকাল সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা রায় ঘোষণা করেন এছাড়া একই আদালত চুরির পৃথক দুটি মামলায় আরো দুই আসামিকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন

ডাকাতি মামলায় সাজাপ্রাপ্তরা হলেন আড়াইহাজার উপজেলার মরদাসদী গ্রামের সোহেল, একই গ্রামের জালাল, শের আলী, মোকসেদ আলী ওরফে মোস্তালী, আল আমিন এবং খাগকান্দা গ্রামের আলমগীর, জাহাঙ্গীর লোকমান মিয়া এর মধ্যে আল আমিন, আলমগীর, জাহাঙ্গীর লোকমান মিয়া পলাতক বাকি আসামিরা রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ

তিনি আরো জানান, নারায়ণগঞ্জ সদরের নিতাইগঞ্জ খালপাড় এলাকা থেকে একটি ট্রাকে থাকা ১২৫ বস্তা ওএমএসের চালসহ চালক জাহাঙ্গীর নামে এক ট্রাকচালককে গ্রেফতার করে সদর থানা পুলিশ ঘটনায় মামলা দায়ের করা হয় ওই মামলায় জাহাঙ্গীরকে সাত বছর সশ্রম কারাদণ্ড, হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় লিটন (২৫) নামে এক আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫