বুলবুলের প্রভাব

বরিশালে পানিতে তলিয়ে আছে লক্ষাধিক হেক্টর জমির ফসল

প্রকাশ: নভেম্বর ১৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

 ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরিশালের বিভিন্ন উপজেলার লক্ষাধিক হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে আছে এতে জেলায় বিপুল পরিমাণ কৃষিপণ্যের ক্ষতি হয়েছে বলে দাবি কৃষক সংশ্লিষ্টদের এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি অধিদপ্তরের বরিশাল খামার বাড়ি

বরিশাল খামার বাড়ির দেয়া তথ্য অনুযায়ী, বছর জেলার ১০ উপজেলায় লাখ ৩৩ হাজার ৭৪২ হেক্টর জমিতে বিভিন্ন ফসল আবাদ হয়েছে এর মধ্যে বুলবুলের প্রভাবে পানিতে তলিয়ে আছে লাখ হাজার ২৭০ হেক্টর জমির ফসল জেলা কৃষি অফিসের দেয়া তথ্যানুযায়ী, এবার লাখ ২৬ হাজার ৫৩ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয় এর মধ্যে পানিতে তলিয়ে গেছে এক লাখ হেক্টর জমির ধান এছাড়া দুই হাজার হেক্টর বিভিন্ন ধরনের সবজি, হাজার ৩৫০ হেক্টর খেসারি ডাল, ১৮০ হেক্টর ধনিয়া, ৪৬৬ হেক্টর কলা, হেক্টর পেঁপে হাজার ৩৪০ হেক্টর জমির পান পানিতে তলিয়ে রয়েছে

বিষয়ে জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক মো. রাশেদ হাসনাত জানান, পানিতে তলিয়ে থাকা ফসলের তথ্য পেলেও ক্ষতির পরিমাণ নির্ণয় করতে আরো এক-দুদিন সময় লাগবে তবে ধানের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫