অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ

বাগেরহাটে ইউপি সদস্যসহ আটক ১৯

প্রকাশ: নভেম্বর ১৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি বাগেরহাট

 অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে বাগেরহাটে ইউপি সদস্যসহ ১৯ জনকে আটক করা হয়েছে গতকাল সকাল ১০টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ভদ্রা নদীর মোহনা থেকে মাছধরা ট্রলারসহ তাদের আটক করেন বনরক্ষীরা আটককৃতদের বাড়ি মোংলা উপজেলার চিলাগ্রামে তাদের মধ্যে ওই গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলাম রয়েছেন তবে বাকিদের নাম জানা যায়নি

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষণ মো. শাহীন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার আগের রাতে বনবিভাগের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ১৯ জন বনে প্রবেশ করেন গতকাল সকালে বনের ধানসিদ্ধির চর এলাকার ভদ্রা নদীর মোহনায় বনবিভাগের টহল চলাকালে ট্রলারটি চ্যালেঞ্জ করা হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে তাদের ধাওয়া দিয়ে মাছধরা ট্রলারসহ তাদের আটক করা হয়

তিনি আরো জানান, সুন্দরবনে প্রবেশের জন্য আটককৃতদের পারমিট ছিল না অসৎ উদ্দেশ্যে তারা বনে প্রবেশ করেছিলেন ঘটনায় বন আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫