পরিবেশ দূষণের দায়ে সালেহ স্টিলকে জরিমানা

প্রকাশ: নভেম্বর ১৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

 মানমাত্রাবহির্ভূত অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশ প্রতিবেশের ক্ষতি করার দায়ে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর গতকাল শুনানি শেষে নগরীর বায়েজিদ বোস্তামীর নাসিরাবাদ শিল্প এলাকার বিলেট নির্মাণকারী প্রতিষ্ঠান সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় শুনানি শেষে আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর (মহানগর) সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা জানান, বায়ুদূষণের মাধ্যমে পরিবেশ প্রতিবেশের ক্ষতি করার অপরাধে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানাকৃত নির্ধারিত টাকা অবিলম্বে পরিশোধ করার নির্দেশ প্রদান করা হয়েছে এর আগেও একই অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা সতর্ক করা হয়েছিল


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫