আইসিটির প্রসিকিউটর তুরিন আফরোজকে অপসারণ

প্রকাশ: নভেম্বর ১২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। শৃঙ্খলা পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে তাকে অপসারণ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কথা জানানো হয়েছে।

গত বছর আইসিটির প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে বৈঠক করার অভিযোগ ওঠে। এরপর বছরের মে মাস থেকে তিনি প্রসিকিউশনের কাজ থেকে বিরত আছেন।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের ২৪ এপ্রিল গ্রেফতার হন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) ওয়াহিদুল হক। তিনি কারাগারে আছেন। গত বছরের ১৮ নভেম্বর তুরিন আফরোজ আসামি মেজর (অব.) ওয়াহিদুল হককে মোবাইলে ফোন করেন। দেখা করতে চেয়ে তিনি তাকে সেদিন বলেন, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ব্যাপারে কথা বলার জন্য তিনি দেখা করতে চান। তিনি যদি দেখা না করেন, তাহলে তার বিরুদ্ধে শিগগিরই গ্রেফতারি পরোয়ানা জারি হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫