রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দেয়ার অভিযোগ

ট্রাভেল এজেন্সির মালিক গ্রেফতার

প্রকাশ: নভেম্বর ১২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

 রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট বানিয়ে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক আতিকুল রহমানের বিরুদ্ধে। সোমবার রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যা-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, দীর্ঘদিন ধরেই আতিকুল রহমান রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট বানিয়ে দিয়ে আসছিলেন। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাসা থেকে পাসপোর্ট ছাড়াও বেশকিছু নথি উদ্ধার করা হয়। এসব নথির মাধ্যমে আতিকুল রহমানের বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে।

র‌্যাবের এ কর্মকর্তা আরো জানান, নথি পর্যালোচনা করে দেখা গেছে, অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে সাড়ে ৪ লাখ ডলার রয়েছে আতিকুল রহমানের। এছাড়া সিঙ্গাপুরে ৬০ হাজার ডলার, দেশে ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার এফডিআর ও অস্ট্রেলিয়ায় বাড়ি আছে তার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫