ব্রিটিশ স্টিল কিনছে চীনের জিংগাই

প্রকাশ: নভেম্বর ১২, ২০১৯

আগামী কয়েক দিনের মধ্যেই ব্রিটিশ স্টিল ক্রয়ের ঘোষণা দিতে পারে জিংগাই নামে চীনা এক শিল্প জায়ান্ট। উভয় পক্ষ শিগগিরই চুক্তিতে পৌঁছাবে বলে এক ই-মেইল বার্তায় কর্মীদের জানানো হয়েছে।

তুরস্কের সেনা পেনশন তহবিল ওইয়াকের সহযোগী প্রতিষ্ঠান আতায়েরের সঙ্গে ব্রিটিশ কর্মকর্তাদের আলোচনা অগ্রসর না হওয়ায় জিংগাই গ্রুপ সামনে চলে আসে। ব্রিটিশ স্টিল বিক্রি হলে কোম্পানিটির চার হাজারেরও বেশি কর্মী ছাঁটাই থেকে রক্ষা পাবে। তাদের বড় অংশই ব্রিটেনের সর্বশেষ দুটি ইস্পাত কারখানার একটি স্কানথর্পে কাজ করছে।

গত মে মাসে দেউলিয়াত্বের আবেদন করার পর সরকারই ব্রিটিশ স্টিল পরিচালনা করে আসছিল। স্কানথর্পে ও টিসাইড সাইটে চার হাজার কর্মসংস্থানের পাশাপাশি সাপ্লাই চেইনে ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছে ব্রিটিশ স্টিল।

জিংগাই গ্রুপ ব্রিটিশ স্টিলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ব্যয় সংকোচনের ইঙ্গিত দিয়েছে। স্কানথর্পে কারখানার বার্ষিক উৎপাদন ২৫ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ টনে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে চীনা গ্রুপটির।       সূত্র: গার্ডিয়ান, বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫