দুই বছরের সর্বোচ্চে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

প্রকাশ: নভেম্বর ১২, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

অক্টোবরে বিশ্বের দ্বিতীয় শীর্ষ উৎপাদনকারী দেশ মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন অনাকাঙ্ক্ষিতভাবে কমে গেছে। এতে সরবরাহ সংকটের শঙ্কায় আন্তর্জাতিক বাজারে চড়া হতে শুরু করেছে পণ্যটির দাম। ধারাবাহিকতায় মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়ে দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জের সর্বশেষ কার্যদিবসের সকালের অধিবেশন শেষে প্রতি টন পাম অয়েলের দাম ৩৩ রিঙ্গিত বেড়ে গেছে। এসময় ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে উদ্ভিজ্জ তেলটির দাম আগের দিনের তুলনায় দশমিক ২৮ শতাংশ বেড়ে টনপ্রতি হাজার ৬০৬ রিঙ্গিতে লেনদেন হয়, যা ২০১৮ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫