বুলবুলের তাণ্ডবে বাগেরহাটে নিহত দুই, ৪৪ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

প্রকাশ: নভেম্বর ১১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

বুলবুলের তান্ডবে বাগেরহাটে দুজন নিহত হয়েছেন। ঘূর্ণিঝড়ে জেলার ৬২টি ইউনিয়নের ৪৪ হাজার ৫৬৩টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ৭৭৫টি আংশিক এবং ৮ হাজার ৭৮৮টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ৩৫ হাজার ৫২৯ হেক্টর ফসলি জমি এবং ৭ হাজার ২৩৪টি মৎস্য ঘের।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় কয়েক লাখ গাছ উপড়ে ও ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে অর্ধ-শতাধিক বিদ্যুতের খুটিও, ক্ষতিগ্রস্থ হয়েছে বিদ্যুৎ লাইন। 

শনিবার মধ্য রাত থেকে বিদ্যুৎ বিহীন রয়েছে বাগেরহাট জেলা শহরের বাইরের সকল এলাকা। নিহতরা হলেন, ফকিরহাট উপজেলার মাসুম শেখের স্ত্রী হিরা বেগম এবং রামপাল উপজেলার বাবুল শেখের মেয়ে সামিয়া খাতুন। বুলবুলের আঘাতে সুন্দরবনের বিভিন্ন এলাকার বিপুল পরিমাণ গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেছে একাধিক পরিবেশবাদী সংগঠন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, বাগেরহাটে ৪৪ হাজার ৫৬৩টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বেশকিছু ফসলি জমি ও মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে। নিহত দুই পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। জেলা প্রশাসন সব সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫