তরুণদের ভয়হীন ক্রিকেটের বার্তা

প্রকাশ: নভেম্বর ১০, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজে সমতা ফিরিয়েছে ভারত এখন নাগপুরে শেষ ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিতে চায় স্বাগতিকরা সে লক্ষ্যে প্রস্তুতিও সেরে নিয়েছে রোহিত শর্মার দল তবে ভারতের অস্বস্তি বাড়াচ্ছে ঋষভ পান্ত শ্রেয়াস আইয়ারের মতো তরুণ ক্রিকেটারদের ফর্মহীনতা তবে ফাইনালের আগে তরুণ সতীর্থদের পাশে থাকার কথা জানিয়েছেন রোহিত তাদের ভয়হীন ক্রিকেট খেলার বার্তাও দিয়েছেন তিনি

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে রোহিতকে আলাদাভাবে কথা বলতে হয় ঋষভ পান্তকে নিয়ে সময় প্রসঙ্গক্রমে আসে আরেক ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের কথাও তাদের নিয়ে রোহিত বলেন, তারা খুবই মেধাবী ক্রিকেটার তারা যা করুক দক্ষতার সঙ্গে করতে পারে তারা অবশ্যই ভারতীয় ক্রিকেটে ভবিষ্যৎ তারা এরই মধ্যে সব স্তরে তার প্রমাণও দিয়েছে সময় তরুণদের কাছ থেকে নিজের প্রত্যাশার কথা জানিয়ে রোহিত বলেন, তাদের কাছ থেকে যা চাই তা হলো মাঠে গিয়ে ভয়হীন ক্রিকেট খেলা এবং নিজেদের ক্রিকেটকে উপভোগ করা দলের জন্য এটাই আমার বার্তা কারণ একজন তরুণ যখন দলে আসে তখন সে ম্যানেজমেন্টের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করে

সংবাদ সম্মেলনে সমালোচনার কেন্দ্রে থাকা পান্তকে নিয়ে বেশি মাতামাতি না করার কথাও বলেন রোহিত, ঋষভ পান্তকে নিয়ে প্রতি মুহূর্তে কথা হচ্ছে আমার মনে হয়, সে মাঠে যা করতে চায়, তাকে তা করতে দেয়া উচিত আমি সবাইকে বলব, কিছু সময়ের জন্য তার ওপর থেকে যেন চোখ সরিয়ে রাখা হয় সময় পান্তের প্রশংসা করে অধিনায়ক আরো বলেন, সে একজন সাহসী ক্রিকেটার আমরাও তাকে সেই স্বাধীনতা দিতে চাই আর আপনারাও যদি তার ওপর থেকে কিছু সময় দৃষ্টি সরিয়ে রাখেন, তবে তার পারফরম্যান্সও আরো ভালো হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫