নিম্নমানের সামগ্রী ব্যবহার

গুরুদাসপুরে সড়কের কাজ বন্ধ করে দিয়েছে সওজ

প্রকাশ: নভেম্বর ১০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

 নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর বটতলা থেকে নাড়িবাড়ী মোড় পর্যন্ত সড়ক সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছে সড়ক জনপথ অধিদপ্তর (সওজ) স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছেন নাটোর সওজের কর্মকর্তারা

সওজ সূত্রে জানা গেছে, ৩৩ কোটি টাকা ব্যয়ে গুরুদাসপুরের নাজিরপুর বটতলা থেকে শুরু হয়ে নাড়িবাড়ী মোড় পর্যন্ত মোট ১১ কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে কাজ বাস্তবায়ন করছে মেসার্স সরকার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আগামী জুনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে

হামলাইকোল গ্রামের বাসিন্দা আজগর আলী বলেন, সড়কের পুরনো ইট-খোয়া তুলে যেখানে-সেখানে ফেলে রাখা হয়েছে কারণে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয় এদিকে আবার নিম্নমানের খোয়া বিছিয়ে সড়কের কাজ করা হচ্ছে কিছু জায়গায় সড়কের পাশ ধসে গেলেও তা ঠিক না করে জোড়াতালি দিয়ে মেরামত করা হচ্ছে

হামলাইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহনাজ রীতা জানান, সবার চোখের সামনে নিম্নমানের ইটের খোয়া দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে কাজের মান সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তাছাড়া বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখায় শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে

বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী এএইচএম জাবেদ হোসেন তালুকদার জানান, স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর এসওকে পাঠানো হয়েছিল নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়ায় কাজ বন্ধ করে দেয়া হয়েছে ভালো খোয়া দিয়ে ঠিকাদারকে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরকার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সুজিত সরকার বলেন, দুই ট্রাক খোয়া নিম্নমানের ছিল পরে তা ফেরত দেয়া হয়েছে তবে আর কোনো নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে না


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫