টমাস কুকের বিমানবন্দরের স্লট কিনল ইজিজেট ও জেটটু

প্রকাশ: নভেম্বর ১০, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

ইজিজেট জেটটুডটকম সদ্য দেউলিয়া হয়ে পড়া পর্যটন সংস্থা টমাস কুকের যুক্তরাজ্যের সব বিমানবন্দরের উড্ডয়ন অবতরণ স্লট কিনে নিয়েছে। খবর বিবিসি।

প্রতিষ্ঠানটির লন্ডন গ্যাটউইক ব্রিস্টল বিমানবন্দরের স্লটগুলো কিনেছে ইজিজেট। কোটি লাখ পাউন্ডে দুই বিমানবন্দরের কুকের স্লটগুলো কিনেছে উড়োজাহাজ সংস্থাটি। অন্যদিকে ম্যানচেস্টার, বার্মিংহাম স্ট্যানসটেড বিমানবন্দরের স্লটগুলো কিনেছে জেটটু। কোম্পানিটি কত পাউন্ডে স্লটগুলো কিনেছে, তা জানা যায়নি। প্রসঙ্গত, সেপ্টেম্বরে কুক নিজেদের দেউলিয়া ঘোষণার পর স্থানীয় একটি আদালত প্রতিষ্ঠানটির ধারদেনা পরিশোধের কাজ করার জন্য একজন সরকারি কর্মকর্তা (অফিশিয়াল রিসিভার) নিয়োগ দেন।

এদিকে গ্যাটউইক বিমানবন্দরে উড্ডয়ন অবতরণের ১২টি গ্রীষ্মকালীন আটটি শীতকালীন স্লট কিনেছে ইজিজেট। এছাড়া ব্রিস্টল বিমানবন্দরের ছয়টি গ্রীষ্মকালীন একটি শীতকালীন স্লটও কিনেছে কোম্পানিটি। এতগুলো স্লট কেনায় বিমানবন্দর দুটিতে নিজেদের কোম্পানির উপস্থিতি বাড়বে, যা প্রতিটি বিমানবন্দরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বাড়াবে। স্মর্তব্য, স্লটগুলোপেয়ারনামে পরিচিত।

লন্ডন বিমানবন্দর কর্তৃপক্ষের যাত্রীদের আসন বরাদ্দের নতুন নিয়ম নিয়ে ইজিজেটের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে গ্যাটউইক। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমে জানালার পাশের আসনগুলো পূরণ করা হবে। তারপর ক্রমান্বয়ে মাঝখানের আইলের আসনগুলো পূরণ করা হবে। তবে সব ক্ষেত্রে আসন বরাদ্দ শুরু হবে পেছন থেকে।

নতুন আসন পূরণ পদ্ধতি বিমানবন্দরের গেট থেকে আসন পর্যন্ত ঝামেলা ১০ শতাংশ কমাবে বলে জানিয়েছে গ্যাটউইক কর্তৃপক্ষ। এদিকে ব্রিটেনের বিমানবন্দরগুলো নতুন রানওয়ের সরবরাহ সীমিত রাখায় বিভিন্ন উড়োজাহাজ সংস্থার কাছে উড্ডয়ন স্লটগুলোর চাহিদা বেড়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে হিথরো বিমানবন্দরের স্লটের একটি পেয়ার কিনতে ওমান এয়ারকে গুনতে হয়েছিল কোটি লাখ ডলার ( কোটি লাখ পাউন্ড)

এদিকে গত মাসে কুকের ৫৫৫টি খুচরা শাখা হেস ট্র্যাভেলের কাছে বিক্রি করেছে দায়িত্বে থাকা সরকারি কর্তৃপক্ষ, যা প্রায় আড়াই হাজার কর্মীকে ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা করেছে। স্কটল্যান্ড, ওয়েলসসহ বিভিন্ন জায়গায় কুকের সাবেক দোকান কিনতে পারায় স্বাধীন পর্যটন সংস্থাগুলোর কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। 

এছাড়া জার্মান সরকারের ঋণে দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা পেয়েছে কুকের জার্মানির কনডর এয়ারলাইন। অন্যদিকে গত মাসে কুকের নরডিক অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিনে নিয়েছে নরওয়ের বিলিয়নেয়ার পিটার স্টোরড্যালেন এবং বেসরকারি ইকুইটি সংস্থা অ্যালটর টিডিআর ক্যাপিটাল। কুকের নরওয়ের ৪০ শতাংশ শেয়ার কিনেছে স্টোরড্যালেন স্ট্রবেরি গ্রুপ অ্যালটর। বাকি ২০ শতাংশ শেয়ার কিনেছে টিডিআর ক্যাপিটাল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫