৭৩৭ ম্যাক্সের গ্রাউন্ডিং বাড়াল সাউথওয়েস্ট ও আমেরিকান এয়ারলাইনস

প্রকাশ: নভেম্বর ১০, ২০১৯

নিজেদের বহরে থাকা ৭৩৭ ম্যাক্স মডেলের যাবতীয় উড়োজাহাজের সূচি আগামী বছরের মার্চ পর্যন্ত বাতিল করবে সাউথওয়েস্ট এয়ারলাইনস। অন্যদিকে আমেরিকান এয়ারলাইনসও নিজেদের বহরে থাকা একই মডেলের উড়োজাহাজগুলো মার্চের আগে সেবায় আনছে না বলে জানিয়েছে।

গ্রাউন্ডিংয়ের মেয়াদ আগামী বছরের মার্চ পর্যন্ত দীর্ঘায়িত করায় যুক্তরাষ্ট্রের অন্য উড়োজাহাজ সংস্থাগুলোর তুলনায় সাউথওয়েস্টের বহরে থাকা ৭৩৭ ম্যাক্সের উড়োজাহাজগুলো সেবায় ফিরবে সবার পর। এছাড়া নিজেদের বিবৃতিতে মার্চ থেকে একই মডেলের উড়োজাহাজগুলোর বাণিজ্যিক সেবা শুরুর কথা জানিয়েছে আমেরিকান।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সাউথওয়েস্ট নিজেদের বহরে থাকা ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজগুলোর গ্রাউন্ডিং শুরু করে। তবে আমেরিকান একই মডেলের উড়োজাহাজগুলো মধ্য জানুয়ারি থেকে গ্রাউন্ডিংয়ে নিয়ে আসে।            সূত্র: রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫