রাজবাড়ীতে ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: নভেম্বর ০৯, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

 রাজবাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে গতকাল সকালে সদর উপজেলার চরলক্ষ্মীপুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যা- ঘটনায় দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা করা হয়

গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার মো. সাজ্জেদ হোসেনের ছেলে মো. মুজাহিদ, একই এলাকার জাহাঙ্গীর আহম্মেদের ছেলে মো. শরিফ আহম্মেদ ফারুখ, রাজবাড়ী জেলার শ্রীপুর বাস টার্মিনাল এলাকার মো. কাদের শেখের ছেলে সোহাগ শেখ কুষ্টিয়া জেলার পেষণ মণ্ডলের ছেলে মিন্টু মণ্ডল

র‌্যা- ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের চরলক্ষ্মীপুর তালতলা এলাকায় অবস্থান নেন র‌্যা সদস্যরা সময় একটি ইঞ্জিনচালিত নসিমনে বিশেষ কায়দায় বহন করা অবস্থায় ৬০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় একই সঙ্গে নসিমনে থাকা ওই চার মাদক কারবারিকে আটক করা হয় ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা করা হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫