বৈশ্বিক ঋণ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ১৮৮ ট্রিলিয়ন ডলার

প্রকাশ: নভেম্বর ০৯, ২০১৯

বৈশ্বিক ঋণ বৃদ্ধি নিয়ে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা তিনি জানান, মুহূর্তে বৈশ্বিক ঋণের পরিমাণ বেড়ে বিশ্বের অর্থনৈতিক উৎপাদনের দ্বিগুণেরও বেশিতে দাঁড়িয়েছে, যা সর্বকালের নতুন রেকর্ড সর্বোচ্চ

ঋণবিষয়ক দুদিনের এক সম্মেলনে জর্জিয়েভা বলেন, মোট বৈশ্বিক ঋণের সিংহভাগের জন্য বেসরকারি খাত দায়ী কিন্তু ঋণ বৃদ্ধি সরকার ব্যক্তিদের জন্য হুমকি হয়ে উঠতে পারে, যদি অর্থনীতি মন্থর হয়ে পড়ে তিনি জানান, বৈশ্বিক ঋণের (সরকারি বেসরকারি) পরিমাণ সর্বকালের সর্বোচ্চ ১৮৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় ২৩০ শতাংশ

আইএমএফের পরিসংখ্যান অনুসারে, এর আগে ২০১৬ সালে বৈশ্বিক ঋণ রেকর্ড ১৬৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল               সূত্র: এএফপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫