সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশ: নভেম্বর ০৮, ২০১৯

বণিক বার্তা অনলাইন

ঝিনাইদহে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যাবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আজ শুক্রবার ৮ (নভেম্বর) ভোরে ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার শিলগেইট এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ নম্বর ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত সুমন গরু ব্যবসায়ী ছিলেন, ভারত থেকে ভোরে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন, ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ। এতে ঘটনাস্থলে নিহত হয় সুমন। তার মরদেহ বর্তমানে ভারতের হাঁসখালী থানার রয়েছে। মরদেহ বাংলাদেশ আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫