চলে গেলেন মইন উদ্দীন খান বাদল

প্রকাশ: নভেম্বর ০৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

চলে গেলেন জাসদ নেতা সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল। গতকাল ভোরে ভারতের বেঙ্গালুরুতে দেবী শেঠির নারায়াণা হূদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ... রাজিউন) তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়ে রেখে গেছেন।

মরহুমের ছোট ভাই মনির খান বলেন, দুই বছর আগে স্ট্রোক হওয়ার পর থেকে তিনি (বাদল) গুরুতর অসুস্থ ছিলেন। পাশাপাশি তার হার্টেরও সমস্যা ছিল। পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শে তিনি বেঙ্গালুরুতে যান। এনজিওগ্রাম করার পর মঙ্গলবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে গতকাল ভোরে মারা যান তিনি।

বর্ষীয়ান রাজনীতিবিদ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আহমদ উল্লাহ খান মা যতুমা খাতুন। ষাটের দশকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বন্দরে অস্ত্রবোঝাই জাহাজ সোয়াত থেকে অস্ত্র খালাস প্রতিরোধের অন্যতম নেতৃত্বদাতা ছিলেন তিনি। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি জাসদের রাজনীতিতে সম্পৃক্ত হন।

চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসন থেকে ২০০৮, ২০১৪ ২০১৮ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন মইন উদ্দীন খান বাদল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫