চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রকাশ: নভেম্বর ০৮, ২০১৯

সরকারি সফরে বর্তমানে চীনে রয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার চীনের বেইজিংয়ে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পরিদর্শন করেন। পরে তিনি পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার জেনারেল হান উয়েগোর সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার সেনাপ্রধান চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়েই ফেংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সময় তারা বাংলাদেশ চীনের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ের পাশাপাশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান বলেন, রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে, যা বাংলাদেশ-মিয়ানমার তথা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ মিয়ানমার উভয় রাষ্ট্রের জন্যই চীন অত্যন্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র। সেনাপ্রধান রোহিঙ্গা সমস্যা সমাধানে রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক নেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানান। একই দিন বেইজিংয়ে অবস্থিত একটি কম্বাইন্ড ব্রিগেড পরিদর্শন করেন তিনি। গতকাল নানজিংয়ে অবস্থিত অন্য একটি কম্বাইন্ড ব্রিগেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান। আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫