রেকর্ড রাজস্ব

প্রকাশ: নভেম্বর ০৮, ২০১৯

২০১৮-১৯ আর্থিক বছরে রেকর্ড ৬৩ কোটি ৭৮ লাখ ইউরো রাজস্ব ঘরে তুলেছে পিএসজি বিশ্বের অন্যতম ধনী ক্লাবটি বুধবার এক ঘোষণায় কথা জানায়

আগের ১২ মাসে পিএসজির রাজস্ব এসেছিল ৫৪ কোটি ১৭ লাখ পাউন্ড ২০১৮ সালে তারা হয়েছিল বিশ্বের ষষ্ঠ ধনী ফুটবল ক্লাব এবার তাদের রাজস্ব বেড়েছে ১৭ দশমিক শতাংশ

রাজস্ব বাড়লেও এখনো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের চেয়ে ঢের পিছিয়ে পিএসজি লা লিগার ক্লাব দুটি ডেলোয়েট মানি লিগ চার্টে উপরের দিকে অবস্থান করছে চলতি মৌসুম শেষে বার্সেলোনা ১০০ কোটি ইউরো রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আবার রিয়াল মাদ্রিদ ২০১৮-১৯ মৌসুমে রাজস্ব আহরণ করে ৭৫ কোটি ৭৩ লাখ ইউরো

ফেব্রুয়ারিতে অ্যাকরের সঙ্গে জার্সি চুক্তি করে পিএসজি ইউএস স্পোর্টসওয়্যার কোম্পানি নাইকির সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে তারা, যাতে আর্থিক সুবিধা আগের চেয়ে অনেক বেড়েছে ২০১৭ সালে মোনাকো থেকে কিলিয়ান এমবাপ্পে বার্সেলোনা থেকে নেইমারকে কিনতে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করায় উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে চাপের মুখে রয়েছে পিএসজি এএফপি 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫