বিডিবিএলের নতুন এমডি হচ্ছেন কাজী আলমগীর

প্রকাশ: নভেম্বর ০৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হচ্ছেন কাজী আলমগীর। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এমডি ছিলেন। সম্প্রতি তিনি রাকাব থেকে অবসর নিয়েছেন।

কাজী আলমগীরকে এমডি পদে নিয়োগ দিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিডিবিএলের পরিচালন পর্ষদকে চিঠি দেয়া হয়েছে। ১৩ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এমডি নিয়োগের বিষয়টি উপস্থাপন করা হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর কাজী আলমগীর বিডিবিএলের এমডি পদে দায়িত্ব নেবেন বলে জানা গেছে।

১৯৮৬ সালে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে চাকরিজীবন শুরু করেন কাজী আলমগীর। চাকরিজীবনে তিনি অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক, অঞ্চলপ্রধান, সার্কেলপ্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫