শিল্পকলায় চতুর্থ টিউন অব আর্ট উৎসব

প্রকাশ: নভেম্বর ০৮, ২০১৯

ফিচার প্রতিবেদক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি-২ এ আজ উদ্বোধন হবে ফোকাস বাংলাদেশের আয়োজনে টিউন অব আর্ট শিরোনামে আন্তর্জাতিক শিল্প উৎসবের। এটি উৎসবের চতুর্থ আয়োজন। উৎসবের উদ্বোধন করবেন খ্যাতিমান শিল্পী অধ্যাপক জামাল আহমেদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা শিল্পী মো. কাওসার হোসেন।

চতুর্থ টিউন অব আর্ট উৎসব আয়োজনের উদ্দেশ্য বিভিন্ন দেশের শিল্পীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা। ২০১৫ সাল থেকে ফোকাস বাংলাদেশ এ উৎসব আয়োজন করছে। এবার উৎসবের চতুর্থ আয়োজনে যোগ দেবেন ১৭ দেশের ২০০-এর বেশি শিল্পী। বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নেবেন ভারত, নেপাল, সার্বিয়া, পাকিস্তান, তুরস্ক, কানাডা, ইরান, ইন্দোনেশিয়া, অস্ট্রিয়া, কসোভো, আলবেনিয়া, ইতালিসহ আরো কয়েকটি দেশের শিল্পীরা।

এ উৎসবে নবীন শিল্পীরাও প্রথিতযশা শিল্পীদের সঙ্গে তাদের কাজ প্রদর্শনের বিশেষ সুযোগ পান। এখানে বিভিন্ন দেশের ধ্যানধারণা ফুটে ওঠে, যা পারস্পরিক বোঝাপড়া এবং সাম্প্রাদায়িক সম্প্রীতির জন্য ইতিবাচক ভূমিকা পালন করে।

চতুর্থ টিউন অব আর্ট উৎসবে শিল্পীদের জলরঙ, অ্যাক্রেলিক, তেলরঙ, পেন স্কেচিং, পেপার এচিংয়ের কাজসহ ভাস্কর্য প্রদর্শিত হবে। এছাড়া আরো কিছু শিল্পমাধ্যমের প্রদর্শনী থাকবে। এ আন্তর্জাতিক উৎসবে বিশেষ স্থান থাকবে ক্যালিগ্রাফির। প্রদর্শনী চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

 

নিজস্ব প্রতিবেদক


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫