যশোরে তক্ষক চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশ: নভেম্বর ০৭, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 যশোরে একটি মাইক্রোবাসে তল্লাশি করে সাড়ে ৫৪ লাখ টাকাসহ তক্ষক চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ গতকাল সন্ধ্যায় যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়

গ্রেফতারকৃতরা হলেন নওগাঁর বদলগাছি উপজেলার বলরামপুর গ্রামের কাজী মোফাজ্জেল হোসেনের ছেলে কাজী মাসুদ পারভেজ গোপালগঞ্জের মকছুদপুর উপজেলার আইকাদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে রেজাউল ইসলাম

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে ৫৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয় ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে

তিনি জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তক্ষক কেনাবেচায় মধ্যস্থতা করার কথা স্বীকার করেছেন ঢাকা থেকে মাইক্রোবাসটি হাজার টাকায় ভাড়া নিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের পাশের একটি বাড়িতে যান সেখানে তক্ষকের একটি ছোট হাড় কেনাবেচা হয় কোটি টাকায় তারা সেকেন্ড পার্টি প্রথম পার্টি ৪৪ লাখ ৫০ হাজার টাকা নেয় ওই টাকা নিয়ে ঢাকায় যাওয়ার পথে ডিবির হাতে ধরা পড়ে তারা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫