বিনা মূল্যে ঠোঁটকাটা রোগীর অপারেশন

প্রকাশ: নভেম্বর ০৭, ২০১৯

চতুর্থ রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল মিশনের অংশ হিসেবে শেভরনের জালালাবাদ গ্যাসক্ষেত্রের নিকটবর্তী এলাকায় বসবাসরত ৭০ জন ঠোঁটকাটা রোগীর বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। শেভরন বাংলাদেশের সহায়তায় রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল মিশন-২০১৯ কার্যক্রমের আওতায় এসব রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। রোগীর অধিকাংশই শিশু।

সম্প্রতি এ মিশনের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. মো. আব্দুস সালাম, রোটাপ্লাস্ট মেডিকেল টিম লিডার ডা. অ্যান ডিলানি, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট নিল মেনজিস, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুক হক চৌধুরী, শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর ইসমাইল চৌধুরী, রোটাপ্লাস্ট মিশন-২০১৯-এর প্রধান সমন্বয়ক ডা. মঞ্জুরুল হক চৌধুরী।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫