ডাচ্-বাংলা ব্যাংক

ডাচ করপোরেট উদ্যোক্তার সব শেয়ার বিক্রি সম্পন্ন

প্রকাশ: নভেম্বর ০৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের নেদারল্যান্ডসভিত্তিক করপোরেট উদ্যোক্তা নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি তাদের হাতে থাকা ব্যাংকটির ৪৬ লাখ ৯২ হাজার ৫৫০টি শেয়ার হরাইজন অ্যাসোসিয়েটস লিমিটেডের কাছে বিক্রি সম্পন্ন করেছে। গত ৩১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেয়া ঘোষণা অনুযায়ী এ লেনদেন সম্পন্ন হয়েছে।     

এর আগে গত ১৮ জুলাই ডাচ্-বাংলা ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক আবেদুর রশিদ খান তার হাতে থাকা ব্যাংকের ২ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ২৫টি শেয়ার হরাইজন অ্যাসোসিয়েটসের অ্যাকাউন্টে হস্তান্তরের ঘোষণা দেয়। তার এ ঘোষণা অনুযায়ী ২৮ জুলাই শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়। নেদারল্যান্ডসভিত্তিক করপোরেট উদ্যোক্তার কাছ থেকে নতুন করে ৪৬ লাখ ৯২ হাজার ৫৫০টি শেয়ার কেনায় হরাইজন অ্যাসোসিয়েটসের অ্যাকাউন্টে মোট শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৬৫ হাজার ৫৭৫, যা ডাচ্-বাংলা ব্যাংকের মোট শেয়ারের ৬ দশমিক ১৭ শতাংশ।               

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৫০ কোটি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৮৬ দশমিক ৯৯ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ২২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫