‘দশ বছর ধরে এ চলচ্চিত্রের গল্প লালন করছি’

প্রকাশ: নভেম্বর ০৭, ২০১৯

ফাহমিদা তাপসী

চনির্মাতা শাহনেওয়াজ কাকলীর ফ্রম বাংলাদেশ চলচ্চিত্রের কথা এরই মধ্যে বেশ চাউর হয়েছে। যদিও শুটিং শুরু করেছিলেন বেশ রাখঢাক করেই, তবে গোপন থাকেনি তা। ফ্রম বাংলাদেশ নিয়ে তার কাছে জানার আছে অনেক কিছুই। ফলে যোগাযোগ করি নির্মাতার সঙ্গে। যখন ফোনে পাওয়া গেল, তখন তার ভেজা কণ্ঠই বলে দিয়েছে যে তিনি ঠিক ভালো নেই। আচমকা এমন পরিস্থিতিতে তাই প্রথম প্রশ্নটিই ছিল, কী নিয়ে মনের আকাশে মেঘ-বৃষ্টি অবাধ চলাচল করছে? তখন তার মুখেই শোনা হয় টি, কফি, ব্রাউনি, বাটার, মিল্কির গল্প। পাঁচটি নাম হচ্ছে শাহনেওয়াজ কাকলীর পোষা কুকুরের। এর মধ্যে বাটারকে নাকি দেখা যাবে ফ্রম বাংলাদেশ চলচ্চিত্রেও! দুদিন আগে কুকুরগুলোর মৃত্যু ঘটেছে বিষক্রিয়ায়। আর এটিই নির্মাতার মন খারাপের কারণ। যা- হোক, পোষা কুকুরগুলোর গল্প শুনতে শুনতে তার কাছে শোনা হয়েছে ফ্রম বাংলাদেশ নিয়েও অনেক কথা। কথোপকথনের খানিকটা পাঠকের জন্য তুলে ধরা হলো

লচ্চিত্রের নাম ফ্রম বাংলাদেশ কেন?

চলচ্চিত্রে সরাসরি যুদ্ধ দেখানো না হলেও গল্পটি পুরোপুরি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত।  স্পষ্ট করে বললে, যুদ্ধ চলাকালীন একটা পারিবারিক গল্প নিয়েই চলচ্চিত্রটি। যুদ্ধের সময় অনেক পরিবার দেশ ছেড়ে চলে যায়। ভিটেমাটি, সম্পত্তি সব ছেড়ে চলে যায় তারা। দেশ থেকে যারা চলে গিয়েছিল সে সময় বিভিন্ন দেশে, বিশেষ করে পাশের দেশ ভারতে, সে রকম এক পরিবারের গল্প এটি। দেশ ছেড়ে যারা চলে গিয়েছিল সে সময়, তারাই তো ফ্রম বাংলাদেশ। তাদের নিয়ে গল্প বলেই এমন নাম।

গল্পের ভাবনা মাথায় এসেছিল কখন?

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫