তৃতীয় দিনের মতো জাবি উপাচার্যের বাসভবন অবরোধ

প্রকাশ: নভেম্বর ০৬, ২০১৯

বণিক বার্তা অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো তার বাসভবনে অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ বুধবার সন্ধ্যা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা কর্মসূচি শুরু করেন। এসময় যেকোনো প্রকার হামলা থেকে বাঁচাতে শিক্ষার্থীদের চারপাশে শিক্ষকদের বেরিকেড দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শিক্ষার্থী বিভিন্ন রকম স্লোগান ও গান বাজনার মাধ্যমে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলকারী শিক্ষক বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা বলেন, আজ তৃতীয় দিনের মতো অবরোধ চলছে। ভিসির পতন না হওয়া পর্যন্ত প্রতিদিন অবরোধ চলবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫